Social Bar
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ৮ বছরের শিশুকন্যা তামান্নাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের বাবা মো. তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) মহানগরের কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটক তরিকুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মিনতনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আল রেজা জানান, কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তামান্না আক্তারের বাবা-মা। সেখানে থেকে তারা পোশাক কারখানায় চাকরি করতেন। শনিবার দুপুরে তামান্নার মা কারখানা থেকে বাসায় এসে ঘরের ভেতর মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তরিকুল ইসলাম তার মেয়ে তামান্না আক্তারকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মেয়েকে হত্যার পর তরিকুল ইসলামও ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে খবর পেয়ে পুলিশ তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। কি কারণে এমনটা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর বাবাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩