মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল: প্রধানমন্ত্রী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৯ জানু ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ণ


মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল। এগুলো যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।

বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি আরও বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার