মিরাবাজারে আরো ৬ তরুণ-তরুণী আটক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ আগ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ


মিরাবাজারে আরো ৬ তরুণ-তরুণী আটক

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর পূর্ব মিরাবাজারের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ৪টার দিকে সিলেট নগরীর মিরাবাজারের ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সৈয়দ রিয়াদ আহম্মদ (২৩), রাতুল দাস (২৪), ম্যানেজার- হোটেল দি গ্র্যান্ড মাফি, সম্পা বেগম (২৭), জান্নাতুল ফেরদৌসি জয়া (২৭), রারিয়া খানম (২৫), মোরছানা আক্তার (২৬)।

জানা যায়, সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ৪টার দিকে সিলেট নগরীর মিরাবাজারের ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলের বিভিন্ন কক্ষে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারী মোট ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার