মা দিবসে আসছে পরীমনির ‘মা’

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

৩০ মার্চ ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ


মা দিবসে আসছে পরীমনির ‘মা’

বিনোদন ডেস্ক :
আসন্ন মা দিবস ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘মা’। ছোটপর্দার পরিচালক অরণ্য আনোয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।

জানা গেছে, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে এখানে। যদিও মা দিবস ১৪ মে, তবে মুক্তি পাবে বিশ্ব মা দিবস কেন্দ্র করেই। সম্ভাব্য মুক্তির তারিখ ১৯ মে। তিন দশকের ক্যারিয়ারে ‘আমাদের নুরুল হুদা’র মতো বহু জনপ্রিয় ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

নিজের প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, আগামী ২ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়া হবে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘মা’ সিনেমাটি। পরীমনি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবিসহ অনেকেই।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার