মা ও শিশু হাসপাতালে নবজাতকের মৃ*ত্যু, ভা*ঙ*চু*র
২৮ জানু ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টা:
সিলেটের বিয়ানীবাজারের মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিশুটির স্বজনরা হাসপাতালে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নবজাতকের মৃত্যুও ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই মৃত্যু।
এক পর্যায়ে শিশুটির স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতাল লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন এবং ভাঙচুরের চেষ্টাও করেন। এতে হাসপাতালটি কিছুটা ক্ষতিগ্রস্তও হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মৃত শিশুটির স্বজনরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নবজাতকের স্বজনদের দাবি, ভর্তির আগে পরীক্ষা-নিরীক্ষা শেষে মা ও শিশুর অবস্থা স্বাভাবিক বলে নিশ্চিত করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু প্রসবের সময় সেখানে কোনো অভিজ্ঞ চিকিৎসক ছিলেন না। অদক্ষ নার্সের কারণে এই নবজাতকের মৃত্যু হয়েছে।
এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর এই হাসপাতালে আরেক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সে ছিল গোলাপগঞ্জের আমকোনার সৌদি-আরব প্রবাসী আব্দুল হামিদের সন্তান।
এলাকাবাসীর অভিযোগ, এই হাসপাতালে প্রায়ই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু কেউ তদন্ত করছেন না, ব্যবস্থাও নেওয়া হচ্ছেনা।এ ব্যাপারে তারা সিলেটের সিভিল সার্জনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 983 বার