মার্চ মাসেই কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৫ মার্চ ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ


মার্চ মাসেই কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার:
চৈত্রের শুরুতেই কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস দিলেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার তথ্য মতে, চলতি মাসেই সারা দেশে তিনবার কালবৈশাখি ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে।শনিবার (১৫ মার্চ) তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, শনি ও রোববার (১৫ ও ১৬ মার্চ) সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা), চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখি ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এ অবস্থায় আগামী বৃহস্পতি থেকে রোববার (২০ থেকে ২৩ মার্চ) খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখি ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

শুক্র থেকে সোমবার (২৮ থেকে ৩১ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখি ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এ দিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৫ মার্চ) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার