Social Bar
নিউইয়র্ক প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকোর একটি মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোরে ঘাঁটির বাইরে এক ধাওয়া অভিযানের পর ঘটনাটি ঘটে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপে ধাওয়া অভিযান চালানো হয়।
কার্টল্যান্ড এয়ার ফোর্স বেস জানিয়েছে, ৩৭৭তম সিকিউরিটি ফোর্সেস স্কোয়াড্রন রাত আনুমানিক ২টায় ঘটনাস্থলে ডাকা হয়।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাহিনী জানিয়েছে, একজন এয়ারম্যান তার হাতে গুলিবিদ্ধ হন, তবে তার আঘাত প্রাণঘাতী ছিল না। তাকে চিকিৎসার জন্য ইউএমএম মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য এক এয়ারম্যান ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ এবং পুরো ঘটনা স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কার্টল্যান্ড ট্রুম্যান গেট পাস অফিস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ঘটনাটি বাইরের কোনো হামলা বা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বিমান বাহিনী এখনো নিহত ব্যক্তি বা বন্দুকধারীর নাম প্রকাশ করেনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩