মাধবপুরে যুবলীগের ২ কর্মী গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ মে ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ


মাধবপুরে যুবলীগের ২ কর্মী গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাত ফাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো চৌমুহনী ইউনিয়নের সাতফাড়িয়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া (৩৭) ও একই গ্রামের আব্দুল শহীদ এর ছেলে ইউনিয়নের সহসভাপতি মো. হাবিবুল ইসলাম (৪৫)।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার