Social Bar
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে প্রসেনজিৎ দেব পিয়াস (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার পৌর শ্যামলীপাড়া ভাড়া বাসায় রুমে সিলিং সিলিং ফ্যান দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।
মৃত প্রসেনজিৎ দেব পিয়াস উপজেলার আন্দিউড়া গ্রামের পরিমল দেবের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঘরের দরজা ভিতর দিক থেকে বন্ধ থাকায় পরিবার ও বাসার মালিকসহ লোকজন দরজা ভেঙ্গে প্রসেনজিৎ দেব পিয়াস কে ঝুলন্ত অবস্থান দেখতে পান। প্রসেনজিৎ দেব পিয়াস দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক ভাবে জানা যায় । পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রসেনজিৎ দেব পিয়াস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ বিধি মোতাবেক পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩