স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরী এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানায়। ৫০তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে মহানগরীর ছয়টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষাকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লঅঠি বহন করা যাবেনা। একই সাথে বিস্ফোরক দ্রব্য, ট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালিন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে : মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান, সিলেট সরকারি মহিলা কলেজ চৌহাট্টা, আলিয়া মাদরাসা চৌহাট্টা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মীরাবাজার।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩