গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁওয়ে পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিম উদ্দিন আজিমসহ (৪৩) দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই ঘটনাকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে আজিমের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির একাংশের নেতাকর্মীরা।
পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিএনপি নেতা আজিম উদ্দিন আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টায় পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল রোড এলাকার একটি বাসা থেকে তাদের আজিমসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যজন হলেন ওই এলাকায় চমন মন্ডল (৩৬)।
অস্ত্রসহ তাদের গ্রেপ্তারের পর থানায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল রোড এলাকায় বিএনপি নেতা আজিম উদ্দিন আজিমের যৌথ অভিযান চালিয়ে আজিম উদ্দিন আজিম ও চমন মন্ডল নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, শটগানের একটি তাজা কার্তুজ ও ইয়াবাসহ দুই ধরনের মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনায় গফরগাঁও থানার এসআই সাইদুল করিম বাদী হয়ে অস্ত্র ও মাদক মামলা আইনে একটি মামলা করেছেন। আটক দুইজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, যৌথ অভিযানে আটকদের নামে থানায় মামলা রুজু করা হয়। সেই মামলায় তাদের দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩