মমতাকে তুলোধুনো আইনজীবীর, গভীর রাতে গ্রেপ্তার–বিকেলে জামিন

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ মার্চ ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ণ


মমতাকে তুলোধুনো আইনজীবীর, গভীর রাতে গ্রেপ্তার–বিকেলে জামিন

প্রতিনিধি কলকাতা:
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় করায় গত শুক্রবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আইনজীবী কৌস্তব বাগচীকে। এ নিয়ে শনিবার দিনভর কলকাতার রাজনীতি ছিল উত্তাল। পরে বিকেলে জামিন পান রাজ্য কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত কৌস্তব।

সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস-বামজোটের প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন মমতার তৃণমূলের প্রার্থী। গত তিনটি নির্বাচনে এই আসনটি ছিল তৃণমূলের দখলে। এবার আসনটি হারানোর ঘটনা মেনে নিতে পারেননি মমতা। নির্বাচনের ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর কড়া সমালোচনা করেন। সেই সমালোচনা থেকে বাদ যায়নি কংগ্রেস সভাপতির স্ত্রী–কন্যাও।

 

মমতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচী। তিনি বলেন, আমরা যদি মমতার পরিবারের অতীত ও বর্তমানের ইতিহাস তুলে ধরি তবে কি হবে? তৃণমূল কংগ্রেসকে কৌস্তব মনে করিয়ে দেন, মমতার পরিবারের ইতিহাস নিয়ে সাবেক বিধায়ক দীপক ঘোষের লেখা বইটি এখনও বাজারে আছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের সমালোচনা করায় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার বড়তলা থানায় আইনজীবী কৌস্তব বাগচীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলাটি গ্রহণ করে। রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে কৌস্তবকে গ্রেপ্তার করা হয়।

কৌস্তব বাগচীর গ্রেপ্তারের ঘটনায় উত্তাল হয়ে উঠে কলকাতা। আইনজীবীরা পথে নামেন। প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও কেন গভীর রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে?

গতকাল শনিবার কলকাতার দায়রা আদালতে অতিরিক্ত মুখ্য বিচারক অতনু মন্ডলের এজলাসে তোলা হয় কৌস্তবকে। চাওয়া হয় জামিন। এ সময় কৌস্তবের পক্ষে শুনানিতে অংশ নেন কলকাতার প্রখ্যাত আইনজীবী ও সিপিএমের সংসদ সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন আরও এক শ আইনজীবী। শুনানিতে সরকারি আইনজীবী কৌস্তবকে ১০ মার্চ পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার আবেদন জানান। উভয় পক্ষের সওয়াল জবাবের পর বিচারক আইনজীবী কৌস্তবকে জামিন দেন।

আইনজীবী কৌস্তব বাগচীর গ্রেপ্তারের পর তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতাকে নিয়ে ওই আইনজীবীর সমালোচনা শিষ্টাচার পরিপন্থী। তবে তাঁকে গভীর রাতে গ্রেপ্তার করা ঠিক হয়নি। এই ঘটনায় বিরোধীপক্ষ সুবিধা পাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার