স্টাফ রিপোর্টার:
মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে মনোনীত করা হয়।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী সংসদ উপনেতা ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এরপর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে আজ প্রজ্ঞাপন দেওয়া হলো।
এ প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী সংসদ সদস্যকে (১৪৪ শেরপুর-২) ৩০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/১৪ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ থেকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধাদি দেওয়া হলো।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আজ এ প্রজ্ঞাপন প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩