পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোসা. সুমাইয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজের ১১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধার না হওয়ায় স্বজনরা আহাজারি করছেন।
সুমাইয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের সৌদি প্রবাসী মন্টু হাওলাদারের মেয়ে। সুমাইয়া আক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা মোসা. জেসমিন বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি মঠবাড়িয়া থানায় জিডি করেছেন।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হলতা নেছারিয়া মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া ৯ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মাদ্রাসায় যায়। পরে দুপুর হয়ে গেলেও সুমাইয়া বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজন সম্ভব্য সব স্থানে খুঁজে তাকে না পেয়ে ১২ ফেব্রুয়ারি মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়রি করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সব থানায় রেডিও বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩