ভোট ডাকাতির ব্যাপারে সজাগ থাকতে হবে: সিলেটে তারেক রহমান

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২২ জানু ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ


ভোট ডাকাতির ব্যাপারে সজাগ থাকতে হবে: সিলেটে তারেক রহমান

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্টিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সভাফতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তারেক রহমান আরও বলেন, একটি দল মানুষের কাছে গিয়ে ইনিযে বিনিয়ে বলে যে , অমুকে কে দেখেছেন, তমুক কে দেখেছেন, এবার একবার আমাদেরকে দেখেন। তাদেকেতো মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছে। তারা তখন দেশের মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল মা বোনের ইজ্জত লুন্টনের সাথে জড়িত ছিল। তাই তাদের আর নতুন করে কি দেখবে?

তিনি বলেন, বেহেশত দোজখ পৃথিবী গ্রহ-নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ। অথচ তারা জনগনের কাছে গিয়ে বেহেশত দিয়ে দিচ্ছে। এতেই প্রমাণ হচ্ছে, নির্বাচনে জয়লাভের আগে যদি তারা এমন প্রতরণামূলক কাজকর্ম করতে পারে তাহলে পরে তারা কি করবে? তিনি এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে আবারও খাল-খনন কর্মসূচি চালু, কৃষকের উন্নয়ন, বেকারত্ব দূর করা এবং প্রশিক্ষণ দিয়ে বেকারদের জনশক্তিতে রূপান্তর করে বিদেশ পাঠানোর ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন। দেশের অর্ধৈক জনশক্তি নারীদের স্বাবলম্বী করে তোলার উপরেও জোর দিয়েছেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার