‘ভুল করে’ হত্যা মামলার ৩ আসামি ছেড়ে দিলো কারা কর্তৃপক্ষ, অবশেষে আটক
৩০ জানু ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে অবশেষে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা। একটি হত্যা মামলার আসামি হিসেবে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
কারা সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি অসতর্কতাবশত জামিননামা ছাড়াই ওই তিন আসামিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে মুক্তির অনুমতি দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর কারাগারের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, এটি একটি অনিচ্ছাকৃত ও ভুলজনিত ঘটনা। তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে। দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তিন আসামি পরস্পর যোগসাজশে আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ তাদের অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার