Social Bar
স্পোর্টস ডেস্ক:
লা লিগায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার পয়েন্ট সমান, তবে গোল ব্যবধানে কাতালানরা আছে লিগের শীর্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটা রোববার রাতে। তাই গত রাতে ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও লা সেরামিকা থেকে জিতে ফিরতে পারলে রিয়াল মাদ্রিদই চলে যেত লা লিগার শীর্ষে। কোচ কার্লো অ্যানচেলত্তির দল সেখানে কি-না হেরেই বসেছে ২-১ গোলে! তাতে নিজেদের সুযোগটা তো রিয়াল হেলায় হারিয়েছেই, বার্সাকে এককভাবে লিগের শীর্ষে উঠে যাওয়ার সুযোগও দিয়ে বসেছে দলটি।
গোলশূন্য প্রথমার্ধের পর প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইয়েরেমি পিনোর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে এর কিছু পরেই সমতা ফেরানোর সুযোগ পেয়ে যায় দলটি। আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথ নিজেদের বক্সে বলে হাত দিয়ে পেনাল্টি দিয়ে বসেন প্রতিপক্ষকে। কারিম বেনজেমার কল্যাণে স্কোরলাইনটা ১-১ করে বসে রিয়াল।
ভিয়ারিয়ালের ভিলেন হয়ে যাওয়া ফয়েথই দলকে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেন ম্যাচের ৬৩ মিনিটে। প্রতিপক্ষ বিপদসীমায় আর্জেন্টাইন এই ডিফেন্ডারের পাসে হাত লাগিয়ে দেন ডেভিড আলাবা। পেনাল্টি যায় স্বাগতিকদের পক্ষে। জেরার্ড মোরেনো সুযোগটা নিতে মোটেও ভুল করেননি। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ভুল পাশে পাঠিয়ে জালে বল জড়ান তিনি।
সেই এক গোলই আর শোধ করতে পারেনি সফরকারীরা। ফলে ভিয়ারিয়াল তুলে নেয় ২-১ গোলের জয়। হারের কবলে পড়া রিয়াল রয়ে যায় লিগের দ্বিতীয় স্থানে, ম্যাচের সেরা দল ভিয়ারিয়াল চলে আসে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে।
রিয়ালের এই হার বার্সার সামনে বড় সুযোগই এনে দিয়েছে। আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিতে পারলেই যে কোচ জাভি হার্নান্দেজের দল চলে যাবে লিগের শীর্ষে!
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩