ভালোবাসা দিবসে একসঙ্গে ১২শ’ যুগলের বিয়ে!
১৫ ফেব্রু ২০২৪, ০৫:২৪ অপরাহ্ণ
আর্ন্তজাতিক ডেস্ক:
ভালোবাসা দিবসে একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১২শ’ যুগল। এই গণবিয়ের ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটিতে।
বুধবারের এই বিয়ে একটি রেকর্ডও গড়েছে। প্রতি বছর ভ্যালেন্টাইন ডে’তে নেজাহলকয়ট শহরে প্রথাগতভাবেই এমন গণবিয়ের আয়োজন করা হয়।
এই বিয়েতে অংশ বিভিন্ন প্রজন্মের যুগলদের অনেকেই জানিয়েছেন, কেউ এখানে গণবিয়েতে অংশ নেয় কিছু অর্থ সাশ্রয় করতে। কেউ আবার আসে তার দীর্ঘ মেয়াদি সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দিতে।
নব বিবাহিত রোজালিন রুইজ (২৮) বলেছেন, ‘বিয়ে খুবই ব্যয়বহুল।’ শুভ্র বিয়ের বসন পরা রিকার্ডো রেস (৩০) জানিয়েছেন, এটাই বিয়ের সবচেয়ে সহজ উপায়।
এবারের এই গণবিয়ের অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেছে স্থানীয় মেয়রের কার্যালয়। এসময় দীর্ঘ বৈবাহিক জীবন কাটানো তিন যুগলকেও পুরষ্কৃত করা হয়। এদের মধ্যে একটি ছিলেন ৫০ বছরের দাম্পত্য জীবন কাটানো যুগলও ছিল। তাদের টেলিভিশন ও বিশেষ চেয়ার পুরস্কার দেয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার