নিউজ ডেস্ক:
বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাতে হঠাৎই তামিলনাড়ুর পেরুনদুরাই এলাকায় অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবৈধভাবে অবস্থান এবং কারখানায় কাজ করার অভিযোগে অন্তত সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ। গ্রেপ্তারের সময় ওই বাংলাদেশিরা বৈধ পাসপোর্ট এবং ভিসা দেখাতে পারেননি।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ভারতের উত্তরাঞ্চলের শ্রমিকরা তাদের পরিবারসহ পেরুন্দুরাইয়ের কারখানায় ওই বাংলাদেশিদের সঙ্গে কাজ করছিলেন। রোববার রাতে পেরুনদুরাই, ভেপ্পামপালিয়াম, ভালিপুরথানপালায়মসহ তামিলনাড়ুর বেশ কয়েকটি স্থানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালায় তামিলনাড়ু পুলিশ। এসময় পেরুনদুরাইয়ের একটি কারখানা থেকে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের কাছে বৈধ পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। পরে ওই বাংলাদেশিদের পেরুনদুরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে কোনও ধরনের অপরাধের সঙ্গে এই বাংলাদেশিদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩