ভারতীয় পণ্যসহ দুজন গ্রেফতার
১০ জানু ২০২৬, ০৩:১০ অপরাহ্ণ

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ পৃথক ২টি অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, প্রসাধনী ও চকলেটসহ ২জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জৈন্তাপুর থানা পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের উপর মাস্তিংহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশি চালায়। এসময় নরসিংদী জেলার মনোহদি থানার মনোহদি গ্রামের মো. কাজল মিয়ার ছেলে আল-আমিন (৩৩) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৭২ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।
অপরদিকে শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানা পুলিশ পর্যটকবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৯১৯৩) তল্লাশি করে গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ গ্রামের আবুল মনসুর এর ছেলে মোঃ সিয়ামকে (১৯) গ্রেফতার করে পুলিশ্ এসময় অপর এক আসামী কৌশলে পালিয়ে যায়। এসময় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কিটকাট-৪ ফিঙ্গার চকলেট ৩৫০ পিস, কিটকাট-৩ ফিঙ্গার চকলেট ৪৫০ পিস, বিনজো চকলেট ৯০ প্যাকেট ও কাভেরী মেহেদী ৯৫ বক্স উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পৃথক দুই অভিযানে ২জনকে গ্রেফতার করে পুলিশ। থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার