Social Bar
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে সিলেটে থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার আড়াইসিধা রঙ্গিলা বাড়ী এলাকার খলিল মিয়া (৩৬) এবং আকলিমা বেগম (২৮)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল রানা ও বাবারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষ। গুরুতর আহত রানাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এঘটনায় রানার বাবা ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনের নামে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করলে র্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৯।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩