ব্যালট টোকেন নিয়ে কেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৬ জানু ২০২৬, ০১:৩১ অপরাহ্ণ


ব্যালট টোকেন নিয়ে কেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

স্টাফ রিপোর্টার:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী একেএম রাকিব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের সময় আমরা দেখতে পাই, একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। তবে শুরুতে কমিশনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয়, এমন কোনো ঘটনা ঘটেনি।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে আমরা প্রমাণ উপস্থাপন করলে নির্বাচন কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু এর আগে আমাদের প্যানেলের কাউকে টোকেন নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এতে করে শুরুতেই আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।”

কোন প্যানেলের প্রার্থীরা টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন—এ বিষয়ে জানতে চাইলে একেএম রাকিব বলেন, “শহীদ সাজিদ ভবন থেকে আমাদের এজেন্টরা এ তথ্য জানিয়েছেন। তবে এই মুহূর্তে কোন প্যানেল ছিল, তা নিশ্চিতভাবে বলতে পারছি না।”

সংবাদ সম্মেলনে প্যানেলটির অন্যান্য পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার