স্টাফ রিপোর্টার:
সরকার গঠনের সুযোগ পেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে আর দুর্নীতি করতে না পারে।”সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের স্মরণ করতে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে প্রশ্ন রাখি—নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কি না?” তিনি বলেন, দেশকে নতুন করে ফ্যাসিবাদের দিকে যেতে না দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “চুরি বন্ধ করতে পারলে মাত্র পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “যারা দুর্নীতি করে, তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ বের করে আনা হবে।”জনসভায় ঝিনাইদহ জেলার জামায়াতের চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩