বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১০ ডিসে ২০২৪, ০৫:২০ অপরাহ্ণ


বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪ এর নির্বাহী প্রকৌশলী।

তিনি জানান, জরুরি কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা মহানগরের পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, করেরপাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ীরোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মনশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার ও বিজিবি স্কুল, নোয়াপাড়া, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাক্ষণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটাবাজার, উপরপাড়া ও কুরবান টিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে ততক্ষণাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 992 বার