Social Bar
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ষ্টেশন বাজার ও হোসেনপুর গ্রামের মধ্যবর্তি স্থানে খালের পাড় থেকে সিরাজ উদ্দিন ওরফে সিরই (৫৬) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে।
তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের মৃত আফছার উল্ল্যাহ’র পুত্র। গত কয়েক দিন ধরে সিরাজ উদ্দিন ওরফে সিরই নিখোঁজ ছিলেন বলে সআনীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে লাশের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় লাশের কাছে থাকা একটি বিষের বোতল জব্দ করেছে পুলিশ।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে লাশ কাছে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩