বিয়ানীবাজার প্রেসক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রু ২০২৩, ০৬:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বিয়ানীবাজার প্রেসক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশন।
সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে শহীদ স্মরণে নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের অভিভাবক সংগঠন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ জানান, সকল রাষ্ট্রীয় দিবস পালন এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করে পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করছেন বিয়ানীবাজারের গণমাধ্যমকর্মীরা।
এই সংগঠন সাধারণ মানুষের যেমন আস্থার ঠিকানা তেমনি প্রতিক্রিয়াশীল চক্রের জন্য হুমকি। তারা সাড়ম্বে ২১শে ফ্রেব্রুয়ারী পালনের জন্য বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার