বিয়ানীবাজার পৌরসভার মেয়র আইসিইউতে: দোয়া কামনা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ মার্চ ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ণ


বিয়ানীবাজার পৌরসভার মেয়র আইসিইউতে: দোয়া কামনা

সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হককে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে। আরো কিছু পরীক্ষা-নিরিক্ষার পর তার রোগ নির্নয় করা সম্ভব হবে বলে জানা যায়।

মেয়র ফারুকুল হকের সাথে থাকা তার নিকটাত্মীয় জাবিল আমির জানান, প্রাথমিকভাবে তার লিভারে কিছুটা সমস্যা ধরা পড়েছে। তবে আরো কিছু পরীক্ষার পর বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আরো কয়েকঘন্টা হয়তো তাকে আইসিইউতে রাখা হতে পারে বলে জানান তিনি।

জানা যায়, গত ২-৩দিন থেকে লিভারের সমস্যায় ভূগছিলেন মেয়র ফারুকুল হক। সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে বিয়ানীবাজার পৌরসভার মেয়রের আশু সূস্থতা কামনা করে তার পরিবারের সদস্যরা সবার দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার