বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪৫০০ শলাকা ভারতীয় তারাবাতি সহ ০১ জন গ্রেফতার।
২২ জানু ২০২৬, ১০:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
জনাব কাজী আখতার উল আলম পুলিশ সুপার, সিলেট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানা, সিলেট জনাব মোঃ ওমর ফারুক এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ছবেদ আলী এর সার্বিক সহযোগিতায় এসআই(নিঃ)/হোসাইন মিয়া এর নেতৃত্বে বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউপির কচকটখা সাকিনস্থ ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করিয়া ৩৪৫০০ শলাকা ভারতীয় ELECTRIC SPARKLERS (তারাবাতি) উদ্ধার সহ ১।মোঃ মাসুক আহমদ (৫০), পিতা-মৃত জমসেদ আলী, সাং-কয়েছপুর
থানা-কানাইঘাট
জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১৬ তারিখ-২১/০১/২০২৬ ইং, ধারা- The Special Powers Act 1974 এর 25B(1)(b) রুজুপূর্বক পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার