বিয়ানীবাজার-গোলাপগঞ্জে প্রার্থীদের সৌহার্দ্যের প্রচারণা
২৬ জানু ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ

বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেট থেকে ‘কুফরি ফতোয়া’, খুলনা থেকে পাল্টা জবাব। এভাবেই নির্বাচনী মাঠে রাজনীতি এখন বাগ্যুদ্ধে উত্তপ্ত। তবে এই উত্তাপের মধ্যেও সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি ও জামায়াত, স্বতন্ত্রসহ অন্যান্য প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যতিক্রমী সৌহার্দ্যপূর্ণ প্রচারণা। এককথায় সারা দেশে যখন চলছে রাজনৈতিক উত্তাপ, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে তখন বইছে সম্প্রীতির বাতাস।
সম্প্রতি দুই উপজেলার বেশ কয়েকটি নির্বাচনী সভা পর্যবেক্ষন করে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ এমন প্রচারণা দেখা গেছে।
সৌহার্দ্যের প্রচারণার চিত্রটি প্রথমে দেখা যায় সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে পাশাপাশি চেয়ারে বসা অবস্থায় বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে তাতে কোন কর্নপাত করেননি সেলিম উদ্দিন।
এই আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জামায়াত জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আবদুন নুর ও গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান প্রতিদ্বণ্দিতা করছেন। প্রার্থীদের একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধা রয়েছে। কোন প্রার্থীই এখনো কারো বিরুদ্ধে বিষোদগার করেননি। কেবল এলাকার উন্নয়নে ভোট চাচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে যেই জয়লাভ করুন, এলাকার উন্নয়নে আন্তরিক হলে ভোটযুদ্ধের পর ভোটারের অন্তর জয় করতে সময় লাগবেনা।
স্থানীয় সংবাদকর্মী আমিনুল হক দিলু জানান, মাঠপর্যায়ে আমরা সরজমিন ঘুরছি। কোথাও একপ্রার্থী অপর প্রার্থীকে আক্রমণ করে বক্তব্য রাখতে শুনিনি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অপর সংবাদকর্মী হাফিজুর রহমান তামিম বলেন, এখনকার সময়ে কেউ কোন কথা বললে চাপা থাকেনা। সামাজিক মাধ্যমের কল্যানে দ্রুত তা প্রকাশ হয়ে যায়। যদিও এখনো পর্যন্ত বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রতিদ্বন্ধি প্রার্থীদের আক্রমনাত্বক কিছু ভাইরাল হয়নি।
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার