বিয়ানীবাজার-গোলাপগঞ্জে কে কোন প্রতীক পেলেন
২১ জানু ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক নিয়ে এখন থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) ১০টায় সিলেটের সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম। আসনগুলোতে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক নিচে উল্লেখ্য করা হলো ।
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর (লাঙ্গল), গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক) এবং স্বতন্ত্র হাফিজ ফখরুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার