Social Bar
বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুণরায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব। ভাইস চেয়ারম্যান পদে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আব্দুল্লাহ আল মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জেসমিন নাহার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার দিনব্যাপী বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে বিয়ানীবাজার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গভীর রাতে সহকারি রিটার্নিং অফিসার অসীম জ্যোতি ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে বিজয়ী আবুল কাশেম পল্লব স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ বলয়ের বিরোধী লোক হিসেবে পরিচিত। মূলত: নাহিদ বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তিনি এবারও নির্বাচনী বৈতরনী পার হন। এছাড়াও তার পক্ষের বিপুল সংখ্যক কর্মী সমর্থক ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে সক্ষম হন।
এখানে চেয়ারম্যান পদে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে আশরাফুল হক রুনু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩