Social Bar
স্টাফ রিপোর্টার:
উপজেলা নির্বাচনের ঢামাডোলের মাঝে প্রার্থীতা নিয়ে সরগরম হয়ে ওঠেছে বিয়ানীবাজার। কারা নির্বাচন করবেন, কারা থাকবেন প্রতিদ্বন্ধিতায়-এ নিয়ে এখনই চায়ের কাপে ঝড় উঠেছে। এখনো পর্যন্ত বিয়ানীবাজারে উপজেলা চেয়ারম্যান পদে অন্তত: ৮জন, ভাইস চেয়ারম্যান পদে কমপক্ষে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
যদিও গত কয়েকদিন থেকে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের নাম। তিনি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং আলীনগর ইউনিয়ন পরিষদের টানা দুই মেয়াদের চেয়ারম্যান। উপজেলা নির্বাচনে তার দল কি করবে, এ নিয়েও আছে চুলছেরা বিশ্লেষন। মূলত: তাকে প্রতিদ্বন্ধিতায় রেখেই অপর সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী ছক সাজাচ্ছেন। মামুনুর রশীদ জানান, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি নির্বাচন করবেন। মানুষ যোগ্য প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, প্রতীকবিহীন নির্বাচনের পরিবেশ কেমন হবে, তাও বুঝা দরকার। সঠিক নির্বাচনী পরিবেশ এবং বিএনপি নির্বাচনে নমনীয় থাকলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন, ইনশাল্লাহ।
মাঠের জরিপ, যোগ্যতার মাপকাটি, রাজনৈতিক অবস্থান ও আদর্শ, আঞ্চলিকতা-সব মিলিয়ে মামুনুর রশীদের সুযোগ আছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। তাছাড়া গত ইউপি নির্বাচনে অপর প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে এক উপজেলা চেয়ারম্যানের সাথে মামুনের দূরত্ব সৃষ্টির বিষয়টিও আছে আলোচনায়।
এদিকে বিএনপি থেকে নির্বাচন করতে পারেন উপজেলার সভাপতি এড. আহমদ রেজা। তার দল নির্বাচন করলে তিনিও মাঠে থাকবেন বলে জানা গেছে। ইতোমধ্যে মাঠে নেমে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ শুরু করেছেন। বারইগ্রাম বাজারে একটি ঘরোয়া বৈঠকে বক্তব্য দিয়েছেন তিনি। দলের অপর সম্ভাব্য প্রার্থী মামুনুর রশীদের সাথেও যোগাযোগ করেছেন। এড. আহমদ রেজা জানান, উপজেলা নির্বাচন করতে দল হয়তো সুযোগ দিতে পারে। যদি এরকম হয় তাহলে নির্বাচন করবোই।
অপরদিকে শেওলা ইউপির সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খান জাহেদও মনোনয়ন চাইতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩