বিয়ানীবাজারে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ৩
১৩ ডিসে ২০২৫, ০৭:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে শুক্রবার(১২ ডিসেম্বর) সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্যসহ তিন জনকে আটক করেছে।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট রুম্মান বিন মাঈন (৬৫ ইবি) এর নেতৃত্বে একটি টহল দল বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের আব্দুল হক এর বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ কসমেটিক পণ্যসহ তাদেরকে আটক করা হয়৷
পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করে পণ্য গুলোকে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়৷
আটক হওয়া ভারতীয় অবৈধ মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা-২৬৫০ টাকা, বাটন ফোন(০১),স্মার্টফোন(০২),বেডশীট (০১),শাড়ি (১৯ পিস),থান কাপড়(০৫)রোল,আলটাবিট ক্রীম (২৬)বক্স(২৬×২০ পিস),নিভিয়া লোশন ২০০ মি: মি: ৩৪ পিস, স্ক্রীন ব্রাইট(১২)পিস, গোমেলা ক্রীম(৮৩) পিস,সেলনোর ক্রীম (০৮) পিস, ক্লপ জি (৫৬) পিস, নেভিয়া সফ্ট (১০) পিস, নাসির বিড়ি(২৬৬০) প্যাকেট৷
লেফটেন্যান্ট রুম্মান বিন মাঈন (৬৫ ইবি) বলেন, “অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনী সর্বদা তৎপরতার। পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে।”
তিনি বলেন, আটকৃত পণ্যের আনুমানিক বর্তমান বাজার মূল্য: ৩ লক্ষ ৪২ হাজার ৯৬ টাকা।
আটককৃত ব্যক্তিরা হলেন, বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রাখাইল গ্রামের, ফখরুল হক রানা (৩৮),পিতা:সফিক উদ্দিন, সোলাইমান (২২) বাক প্রতিবন্ধী। পিতা: আব্দুল হক,নাম: বদরুল হক (৪২),পিতা: শফিক উদ্দিন।
অবৈধ মালামালের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ও উদ্ধার হওয়া মালামাল ও ব্যাক্তিদেরকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার