বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় গিয়ে তলিয়ে গেল শিক্ষার্থী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ সেপ্টে ২০২৫, ০৬:২৮ অপরাহ্ণ


বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় গিয়ে তলিয়ে গেল শিক্ষার্থী

বিয়ানীবাজার সংবাদদাতা:
সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে তলিয়ে গেলে বিয়ানীবাজারের এক ক্ষুদে শিক্ষার্থী। মাজেদ আহমদ নামের ওই শিক্ষার্থী বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। সে পৌরশহরের পন্ডিতপাড়া এলাকার ইমাম উদ্দিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আন্ত:ক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের প্রতিবেশী এক পুকুরে মাজেদসহ অন্যরা অংশ নেয়। একপর্যায়ে সে তলিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন।

ঘটনার আকস্মিকতায় হতবিহল হয়ে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অবিভাবকরা।

এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার