মো: আবুল হাছান আহমদ: বিয়ানীবাজার সংবাদদাতা:
সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বিপুল সংখ্যক ভোটার গোপন ব্যালটের এই নির্বাচনে অংশ নেয়। এতে ছাত্রী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোট গ্রহণের প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে ছাত্রত্ব আছে, এমন ভোটারদের দলে ভেড়ায় ছাত্রদল।
বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৩১৯জন ভোটারের মধ্যে ২ শতাধিক ভোটার তাদের অধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে পৃথক ৩টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে। এতে সভাপতি পদে রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ জয়লাভ করেন।
ভোট গ্রহণ কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম ক্বাদরী, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন দিনার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা নুরুল আমীন, ফাহিম শাকিল অপু, জানে আলম, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন।
দীর্ঘ দেড়যুগ পর প্রত্যক্ষ উপায়ে ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা কমিটি গঠনের এ প্রক্রিয়ায় স্থানীয় জাতীয়তাবাদী পরিবারে বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩