Social Bar
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার সুপাতলাস্থ ওসমানী স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হচ্ছে ৫ ফেব্রুয়ারী রোববার। এদিন বিকাল ৩ টায় মেলা প্রাঙ্গণে অনুষ্টিতব্য উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। মেলার উদ্বোধন করবেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি তাহমিদ আহমদ।
মেলা উপলক্ষে বিয়ানীবাজারসহ প্রতিবেশী উপজেলাগুলোতে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী মেলার শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতে ওসমানী স্টেডিয়ামে আসছেন। সবচেয়ে বেশী আসছেন কিশোর-তরুণ-তরুনী। তারা কেনাকাটার পাশাপাশি বিভিন্ন বিনোদন ইভেন্ট ঘুরে দেখছেন। মেলা মাঠে ১২টি বিনোদন ইভেন্টের পাশাপাশি শতাধিক স্টল অংশ নিচ্ছে। দেশী-বিদেশী পণ্যে সাজানো হয়েছে মেলার মাঠ।
বিয়ানীবাজার কুটির শিল্প সংরক্ষণ ও প্রদর্শন সমিতির উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা নির্বাহী অফিসার মিজ আফসানা তাসলিম, ভা্ইস চেয়ারম্যান জামাল হোসেন ও অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩