বিয়ানীবাজারে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ পেশাদার চোরাকারবারি গ্রেফতার
২৮ জানু ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেটসহ এক পেশাদার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ওমর ফারুক-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ছবেদ আলী-এর সহযোগিতায় এএসআই মোঃ মুজাম্মেল হক-এর নেতৃত্বে পুলিশ টিম চারখাইয়ের কচকটখা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার।
তল্লাশিকালে পুলিশ ২৭,৬০০ শলাকা Mond Green Apple এবং Mond Strawberry ফ্লেভারের বিদেশি সিগারেট উদ্ধার করে। অভিযানে গ্রেফতার করা হয় মো. আব্দুস শুকুর (২৫)-কে। সে কানাইঘাট থানার সোনারতলপুঞ্জী গ্রামের আনিছুল হকের ছেলে।
পুলিশ জানায়: গ্রেফতারকৃত আব্দুস শুকুর একজন পেশাদার চোরাকারবারি। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে বিদেশি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিয়ানীবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের পাশাপাশি চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার