বিয়ানীবাজারে বাগান থেকে সচল এয়ার গান উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ নভে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ণ


বিয়ানীবাজারে বাগান থেকে সচল এয়ার গান উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজারের আলী নগরের কাঠ বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। বিদেশী এই এয়ারগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

রবিবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে এয়ারগানটি উদ্ধার করে র‌্যাবের একটি অভিযানকারি দল।

পরে র‌্যাব উদ্ধার হওয়া এয়ারগানটি সিলেটের বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার