বিয়ানীবাজারে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ সেপ্টে ২০২৩, ০১:২৪ অপরাহ্ণ


বিয়ানীবাজারে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার আনুমানিক সকাল ১১ থেকে ১২ টার দিকে কাছাটুল জামে মসজিদের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আব্দুল্লাহ তাওছিফ (৬) কাছাটুল গ্রামের কূয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে এবং নুরা (৫) কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে। আব্দুল্লাহ তাওছিফ ও নুরা পরষ্পর চাচাতো ভাই বোন ।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার