বিয়ানীবাজারে ছাত্রলীগের সংবর্ধণা
২১ ফেব্রু ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমদ ও ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে মূলধরা ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পৌর আওয়ামীলীগ নেতা জাকারিয়া আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ। তিনি বলেন, বিয়ানীবাজারে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে ছাত্রলীগ নেতাকর্মীরা কাজ করছে। আর তাতে প্রাণ যুগিয়েছে মূলধারা ছাত্রলীগ। সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের মূলধারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি প্রবাসগামী উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমদ ও ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদসহ সকল প্রবাসী নেতৃবৃন্দের প্রতি দেশবিরোধী চক্রান্ত রুখে দেয়ার অনুরোধ জানান।
সংবর্ধণা অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমদ ও ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, যুবলীগ নেতা জিয়াউর রহমান, মারুফ আহমদ, কাউন্সিলার আকবর হোসেন লাভলু, ছাত্রলীগ নেতা ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, পায়েল হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার