বিয়ানীবাজারে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের গণমিছিল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২২ নভে ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ


বিয়ানীবাজারে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের গণমিছিল

বিয়ানীবাজার সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজারে গণমিছিল করেছেন জামায়াতে ইসলামীর স্থানীয় প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগর (উত্তর) এর আমীর ।

শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে যুব-ছাত্র সমাবেশস্থলে মিলিত হয়। মিছিল ও ছাত্র-যুব সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই কর্মী-সমর্থকদের ঢল নামে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে মোটরসাইকেল চালিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন।

গণমছিলকালে ‌’দাড়িপাল্লা-সেলিম উদ্দিন’ শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বিয়ানীবাজার পৌরশহর। লাল-সবুজ টিশার্ট, দাড়িপাল্লা আর ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমীর কাজী জমির হোসাইন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার