বিয়ানীবাজারে এমপি রুমা চক্রবর্তীর মাধ্যমে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৭ এপ্রি ২০২৪, ০৭:১৫ অপরাহ্ণ


বিয়ানীবাজারে এমপি রুমা চক্রবর্তীর মাধ্যমে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ

বিয়ানীবাজার সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তীর সৌজন্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কটুখালীরপার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীর কাছে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার।

তিনি জানান, ব্যক্তিগত ব্যস্থতার কারনে রুমা চক্রবর্তী এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে। যা সরকারের মানবিকতার এক অনন্য উদাহরণ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার