বিয়ানীবাজারের সব ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ জানু ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ণ


বিয়ানীবাজারের সব ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

বিয়ানীবাজার সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশের অন্যান্য এলাকার মত বিয়ানীবাজার উপজেলার সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে। ফলে এখানকার ৮৯টি কেন্দ্র আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়।

এক্ষেত্রে আগে থেকেই যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে, সেগুলো সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা নেই, সেখানে শুধু ভোটের দিনের জন্য নতুন করে স্থাপন করা হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ভোট গ্রহণের দিন গোপন কক্ষের কোন দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করবেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল জানান, একটি কেন্দ্রে নূন্যতম ৬টি করে ক্যামেরা লাগানো হবে। এসব ক্যামেরা সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেয়া হয়েছে। সিসিটিভি পরিচালনায় যেসব ভোটকেন্দ্রে ইন্টারনেট সংযোগ নেই, সেখানে এসবের সংযোগ দিতে বলা হয়েছে।

সরজমিন দেখা যায়, বিয়ানীবাজার পৌরশহর কেন্দ্রীক অধিকাংশ ভোটকেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা লাগানো আছে। সেগুলো সচল রাখা গেলে অতিরিক্ত ব্যয় তেমন বাড়বে না। আর যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা নেই, সেখানে কেবল ভোটের দিনের জন্য অস্থায়ীভাবে ক্যামেরা বসানো যেতে পারে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল বলছেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়বে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হবে। কোনো ধরনের অপরাধ ঘটলে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার