বিয়ানীবাজারের সন্তান অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
১২ জানু ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মো. ইমরানুল হাসানের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সিলেটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার দাসউরা এলাকায়।
অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুম গিয়াস উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার