Social Bar
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোববার সকাল ১১টার দিকে কলেজের ক্লাস চলাকালে জুনিয়র-সিনিয়র দ্বন্দের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এখবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের নেতাকর্মীরা কলেজে অবস্থান নেয়। দুপুরের দিকে কলেজ রোডের এক ছাত্রকর্মীকে একা পেয়ে প্রতিপক্ষরা হামলা চালায়।
কলেজে উত্তেজনার খবর পেয়ে বিয়ানীবাজার পুলিশ অবস্থান নিয়ে উত্তেজনা প্রশমিত করে এবং দুই পক্ষকে কলেজ থেকে বের করে। এর পরে ছাত্রলীগের এক গ্রুপে কর্মীরা শসস্ত্র অবস্থায় কলেজ রোডে মিছিল করার সময় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীকে একা পেয়ে হামলা করলে স্থানীয়রা তাদের সরিয়ে দেন।
এ নিয়ে কলেজ রোড় ও দক্ষিণ বাজারে দুই পক্ষ জড়ো হচ্ছে। স্থানীয়রা জানান উপজেলা ছাত্রলীগের রিভার বেল্ট ও ছাত্রলীগ পল্লব গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘাতের আশংকা করছেন ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩