বিছানায় ভাবির লাশ, দেবর পলাতক
০৬ জানু ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭টায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের তার স্বামীর বাড়ির একটি বসতঘরের দরজা ভেঙ্গে আসমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লাশ বিছানায় ছিলো, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকে আসমার দেবর পলাতক রয়েছেন।
আসমা আক্তার গুমুটিয়ার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
সাড়ে তিন বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে আসমার বিয়ে হয়। আরিসা আক্তার নামে তাদের ৭ মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের বোন রাবেয়া আক্তার রত্না অভিযোগ করে বলেন- আমার বোনকে তার শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননদ তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন- পুলিশ সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পলাতক মোশারফকে খুঁজছে পুলিশ।
এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার