বিএনপি লুটপাট করেছে, আর আ.লীগ করছে উন্নয়ন
২৮ জানু ২০২৩, ০১:৫০ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি:
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া বলেছেন, ডাকাতের সর্দার, চোরের সর্দার তারেক জিয়া। বিএনপি ক্ষমতায় থাকাকালে তারেক জিয়ার নেতৃত্ব দেশে লুটপাট হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে। তাই নৌকায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সব ভেদাভেদ ভুলে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ করুন।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগ সরকারের দূরদর্শী নেতৃত্বে আজকে সারাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। অথচ বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে হত্যা করেছিল বিএনপি। বর্তমানে দেশে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার সময় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল ২৭টি, কিন্তু এখন তা বেড়ে হয়েছে ১৫৪ টি। এমনকি চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও একটি বিদুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে।
লোড শেডিংয়ের জন্য প্রধানমন্ত্রী দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিকভাবেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। আমেরিকাতে বিদ্যুতের দাম বেড়েছে। যুক্তরাজ্যেও কয়েক গুণ বেড়েছে বিদুৎতের দাম। অথচ আমাদের নেত্রী শেখ হাসিনা ৯ টাকায় বিদুৎ উৎপাদন করে ৬ টাকায় বিতরণ করেন। প্রধানমন্ত্রী দিন-রাত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন। নৌকায় ভোট দিন, ওয়াদা করে যাচ্ছি আপনাদের প্রত্যাশা পূরণ করব।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদসহ অন্যান্যরা।
সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হানুরুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি, বাছাই করা হয় ০৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি ও ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়। আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোট কেন্দ্রের ১২৪০টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার