বিএনপি মানুষের পাশে ছিল এখনো আছে : শামা ওবায়েদ
১০ জানু ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিএনপি দেশের প্রত্যেকটা কঠিন মুহূর্তে মানুষের পাশে ছিল এখনো আছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে শরীয়তপুরের রাণী মহল চত্বরে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, এই দেশে নারী নেতৃত্বে শুরু হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আমল থেকে। দেশে মুক্তিযোদ্ধাদের জন্য ভিন্ন মন্ত্রণালয় করেছে বিএনপি। ভাতা চালু হয়েছে বিএনপির আমলে। মুক্তিযোদ্ধাদের দেখভাল করার জন্য আলাদা মন্ত্রণালয় করেছে বিএনপি। আওয়ামী লীগ শুধু চেতনা বিক্রি করে খায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন নারী নেতৃত্ব, নারী নেতৃত্ব, এটি করেছে বিএনপি। যুব মন্ত্রণালয় করেছে বিএনপি, নারীদের ১০ম শ্রেণি পর্যন্ত বেতন ভাতা মওকুফ করেছিল বিএনপি। এই দল মানুষের পাশে থেকে কাজ করে, তাদেরকে সাথে নিয়ে কাজ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, জেলা বিএনপির সহ-সভাপতি জনাব শাহ মো. আবদুস সালাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম, সহ-সভাপতি বিএম হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপুসহ দলটির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ আবদুস সালাম।
অলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার