বিএনপি নেতার বসতঘরে দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও এক কিশোরীর মৃত্যু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৫ ডিসে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ


বিএনপি নেতার বসতঘরে দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও এক কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আগুনে শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছেন। এর আগে একই ঘটনায় তার ছোট বোন আয়েশা আক্তার বিনতি (৮) নিহত হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত স্মৃতি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নিজেও দগ্ধ হন।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার ছোট মেয়ে আয়েশা নিহত হয়।

এ ঘটনায় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেজো মেয়ে সায়মা আক্তার বিথি দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগুনে স্মৃতির শরীরের ৯০ শতাংশ এবং বিথির শরীরের ২ শতাংশ দগ্ধ হয়। বিথি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে—এর মধ্যে দুটি বন্ধ অবস্থায় এবং একটি খোলা ছিল। তবে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সরাসরি আলামত পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আগুনে পুড়ে প্রথমে আয়েশার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা গেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার