Social Bar
স্টাফ রিপোর্টার, বগুড়া:
বগুড়ায় দূর পাল্লার একটি বাসে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাতে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে আটক করে হাইওয়ে পুলিশ। পরে রাত ১১ টার দিকে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোয়াইব হাসান ওরফে রাকিব (২৮) নামের ওই চালক বগুড়ার শাজাহানপুর উপজেলার জয়ন্তীবাড়ী এলাকার বাসিন্দা। তাকে সিরাজগঞ্জ থেকে গভীর রাতে বগুড়ায় আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গাবতলী থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসে ‘আর কে ট্রাভেলস’ পরিবহনের একটি বাস। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে দশম শ্রেণির ওই ছাত্রী এবং তার এক বন্ধু বগুড়ায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ওই বাসে ওঠে। বেলা আড়াইটার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় বাসটি পৌঁছালে সব যাত্রী নেমে যান। তখন চালক রাকিব হাসান, বাসের সুপারভাইজার ও চালকের সহকারী ওই ছাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে নামিয়ে দেন। এরপর চালক বাসে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে ঠনঠনিয়া বাস টার্মিনালে নিয়ে আসেন। সেখানে আর কে ট্রাভেলসের কাউন্টারের লোকজন মেয়েটিকে ঢাকাগামী একটি বাসে সিরাজগঞ্জে পাঠিয়ে দেন।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, দূরপাল্লার বাসে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় আসা একজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই ডিবির একটি দল চালককে ধরতে অভিযানে নামে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে চালক রাকিব হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আর কে ট্রাভেলসের অন্য কর্মচারীদেরও আটকের চেষ্টা চলছে।
পুলিশ সুপার বলেন, ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা গ্রহণের পর মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩